
তালা,প্রতিবেদক :সাতক্ষীরার তালা উপজেলায় অমুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়।মাস্টার বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক নাজমুল হক খান, প্রভাষক অরুণ কুমার, মনোরঞ্জন কুমার ব্যানার্জি, সুজিত কুমার সরদার, ননিগোপাল মন্ডল, ডা. দিলীপ কুমার বিশ্বাস, মেম্বার অসীম কুমার, মেম্বার আবদুল হাকিম, মাস্টার আমিনুর রহমান, বিশ্বনাথ ব্যানার্জি, ডা. হাবিবুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, প্রশান্ত কুমার, অসীম কুমার ও মাস্টার মশাররফ হোসেন প্রমুখ।সভা শেষে মাস্টার বিকাশ চন্দ্র রায়কে সভাপতি করে ১৩ সদস্যবিশিষ্ট অমুসলিম কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে কমিটিকে সমর্থন জানান।