
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, র্যালি, আলোচনা ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, সাস সমৃদ্ধি কর্মসূচি, যুব ফোরাম সহ বিভিন্ন সংগঠনে সহযোগীতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা যুব উন্নয়ন দপ্তর চত্বর থেকে একটি র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন, ছাত্র শিবিরের আশিকুজ্জামান, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, আমাদের টিম মানবিক পরিবারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, আত্নকর্মী সুমন হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন ট্রেডে ১৯জন যুবদের মাঝে ১৯ লাখ টাকা এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য ৩ জনের মাঝে আরো এক লাখ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়।