
আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর ১.৩০ টায় বাজারে আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণার মালিক আশরাফুল আলমকে ড্রাগ আইন ১৯৪০ এর ‘খ’ ও ‘গ’ ধারায় ২০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।