
নিজস্ব প্রতিনিধি: দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে হাসিবুর রহমান হৃদয় নামে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে মারপিট, ছিনতাইয়ের ঘটনায় সাবেক থানা ছাত্র সমন্বয়ক ও সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবসহ তার বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিবের দোকানের সামনে। এ ঘটনায় উপজেলার বাজার গ্রামের এস ,এম হাফিজুর রহমান বাবুর পুত্র সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয় বাদী হয়ে রাকিব বাহিনীর ১০/১২ জনের নামে থানায় গত রবিবার একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৮। থানার মামলা সূত্রে জানা যায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয়তার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা গণপতি গ্রামের শেখ ইমামুল ইসলামের পুত্র রাকিব হোসেন ও তার ভাই হাসিবুর রহমানের নেতৃত্বে ছনকা গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের পুত্র সুমন হাসান (২৫ ), জাফরের পুত্র হাবিবুল্লাহ (২২ ) ,চরদহ গ্রামের আদমের পুত্র রনি আহমেদ (২১) এবং মোস্তফা গাইনের পুত্র মাহিম (২৩ ),সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে ছাত্রদল নেতা হাসিবের উপর অতর্কিত হামলা করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে এক সময়কার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাতারাতি ভোল পাল্টে উপজেলা ছাত্র সমন্বয়ক নেতা বনে যায়। সেই সুবাদে উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কোন্দল চলে আসছিল। গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সাবেক নেতা হাসিবুর রহমান হৃদয়ের উপর হামলার ঘটনার পরদিন তাকে প্রাথমিক সদস্যপদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।