
প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী, ভোমরা, সুলতানপুর, গাজীপুর, তলুইগাছা, মাদরা, হিজলদী, ঝাউডাঙ্গা ঘোনা, চান্দুরিয়া, কুশখালী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা থেকে ১,৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,তলূইগাছা থেকে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ , বৈকারী থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,সুলতানপুর থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঘোনা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ সাতানব্বই হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।