
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার ভোমরা, কালিয়ানী, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপির এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি । সোমবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা- ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর থেকে ১০ বোতল ভারতীয় পান্সমদ,ভোমরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৪,১৯,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
তিনি আরো জানান ,আটকৃত মালামালের মূল্য সাত লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।