
নিজস্ব প্রতিবেদকঃ ডিসলাইনের তার মেরামত গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরত্বর আহত হয়েছে মেহেদি হাসান (২৬) নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ভোমরাস্থল বন্দরের টাওয়ার রোডে এঘটনা ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবক ভোমরা এলাকার বাবু হোসেনের ছেলে।তিনি ডিসলাইনে কাজ করতে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটা দিকে ডিসলাইনের তার পরিবর্তনের জন্য টাওয়ার রোর্ডের একটি খুঁটিতে ওঠেন। ওই সময় অসাবধান বসত তিনি বৈদ্যুতিক তারে হাত দিয়ে গুরুত্বর আহত হন। পরে খবর পেয়ে ভোমরা বিজিবির একটি টিম তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভোমারা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই যুবক সামেকে চিকিৎসাধীন রয়েছে।