
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি আব্দুল হলিম মাস্টারের সহযোগী বাবুল নামের এক যুবককে ফেনন্সিডিলের বিকল্প মাদক ১৭ বোতল উইনকেরেক্স সহ আটক করেছে পুলিশ। রোববার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলার আলিপুর এলাকার মাহমুদপুর নাটাপাড়া থেকে এই মাদক সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভোমরা সীমান্তের চিহ্নিত প্রভাবশালী মাদক চোরাকারবারি হালিম মাস্টার এমন কয়েক জনকে দিয়ে মাদকের এই ব্যবসা চালিয়ে আসছিলো অনেকদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল উইনকেরেক্স মাদক পরিবহনকালে মো: বাবুল(১৯) নামের এক যুবককে হাতেনাতে ধরা হয়েছে। তার পিতার নাম মুক্তার মোড়ল। সে মাহমুদপুর এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই সাব্বির রহমান জানান, গ্রেপ্তার যুবক বাবুল হোসেন হালিম মাস্টারের নির্দেশে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দিতো। দিনপ্রতি সে ৪০০ টাকার বিনিময়ে এই কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়া এজাহারে হালিম মাস্টারের নাম করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শামিনুল হক জানান, উইনকেরেক্স মাদকের মূল উপাদান কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড, যা ফেন্সিডিলেও রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে, মূল আসামীদের ধরা হবে।