
পাইকগাছা প্রতিবেদক: “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এসকল কর্মসূচি পালন করা হয়। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। এসময় উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত কুমার ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, মো. আসাদুজ্জামান, ঝংকার ঢালী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার শীল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সেলিনা আক্তার, শফিকুল ইসলাম, কহিনুর ইসলম, সহকারী শিক্ষক ললিতা নাথ, এসএম আমিনুল ইসলাম লিটু, সাহানা ইয়াসমিন, মো. রফিকুল ইসলাম, দিপক কুমার, তহুরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।