
ডেস্ক রিপোর্ট : মহান মে দিবস উপলক্ষে নানা দাবিতে রাজধানীতে সমাবেশ ও র্যালি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে রাজধানীর শ্রমভবন এলাকায় এসব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিকদের অংশ নিতে দেখা গেছে শ্রমভবনের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত শ্রমিকরা সমাবেশ করেন। এতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কর্মরত ব্যক্তিরা উপস্থিত হন। সমাবেশে আমিনুল ইসলাম নামে এক সংগঠক বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা অনেক কিছু করতে পারেন, আমরা জানি। তিনি আমাদের বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, তবে আমরা এসব বিবেচনা বুঝি না। মে মাসের মধ্যে আমাদের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের উপর বৈষম্য হচ্ছে। মে দিবস উপলক্ষে শ্রম ভবনের সামনে রাস্তার অপর পাশে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে শ্রমিক দিবস উপলক্ষে ১০ দফা ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন। এর মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার এবং গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা, সামাজিক সুরক্ষা, সোসাল সেফটি নেট, এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম, আনএমপ্লয়মেন্ট শ্রমিকদের জন্য জীবিকা ভাতা এবং আহত-নিহত শ্রমিকদের জন্য আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা, শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা করে শ্রমজীবীদের বিনা খরচায় চিকিৎসা দেওয়াশ একাধিক দাবি রয়েছে। একইসময় এই এলাকায় মিছিল করে পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার সদস্যরা। মিছিলে উল্লেখযোগ্য নারীদের উপস্থিতি দেখা যায়। মিছিলে তারা হঠাৎ ছাঁটাই করা বন্ধ করা, যৌন হয়রানিমুক্ত কাজের পরিবেশ নিশ্চিত, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা এবং ট্রেড ইউনিউয়ন করার অধিকার চেয়ে স্লোগান দেন। এদিকে শ্রমিক দল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশকে ঘিরে রাজধানীর শাহবাগ, শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, প্রেসক্লাব, কাকরাইল মোড়সহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। অনেকেই বিভিন্ন বাস-ফিকআপ ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১১টায় রাজধানীর শাহবাগে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ব্যানারে সমাবেশ হয়। রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারা একটি অংশে সমাবেশ করেন সমাবেশে তারা এক ও অভিন্ন নিয়োগবিধি, ব্লক পদ নিয়মিতকরণ এবং নিয়মিত পদোন্নতিসহ একাধিক দাবি জানান। এছাড়া শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি র্যালি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে র্যালিটি আয়োজিত হবে।