
এম. আর মিঠু: সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ও শহরতলীয় ব্রহ্মরাজপুর বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঝটিকা অভিযান চালিয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১টি দোকান সিলগালা করে দিয়েছে।
আটককৃতরা হলো পুরাতন সাতক্ষীরা এলাকার শেখ শহিদুল ইসলামের দুই পুত্র মোস্তাফিজুর রহমান (৩৫) ও মিজানুর রহমান (৩০), ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের মৃত আকবর আলী সরদারের দুই পুত্র মেহেদী হাসান সবুজ (৩৪) ও ইমাম হোসেন সাথী (২৮) এবং উমরাপাড়া গ্রামের মোঃ ইসলাম মোড়লের পুত্র ইয়াসিন (২৫)। এরা ক্রেতাদের কাছে লবণের গুজব ছড়িয়ে চড়া দামে বিক্রির দায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে, ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী নুনগোলা গ্রামের যতীন সাধুর পুত্র দেবদাস সাধু অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যাওয়ায় তার দোকান সিলগালা করা হয়।
অভিযানের সময় সাধারণ মানুষ খুশি হয়ে করতালি দিয়ে সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এই অভিযানের খবরে মুহুতেই বাজার স্বাভাবিক হয়ে যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পায়ে হেঁটে ব্রহ্মরাজপুরের পুরো বাজার ঘুরে ঘুরে হাত মাইকে গুজবে কান না দিতে সকলের প্রতি জানান দেন। তারা আরও বলেন, কেউ বেশি দামে লবণ বিক্রি করলে প্রশাসনকে জানালে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে উল্লেখ করে তারা জানান, দেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব থেকে সকলকে সজাগ থাকারও উদাত্ত আহবান জানান।