
রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া যায় না। দলকে পৈত্তিক সম্পত্তি মনে করে ভোগ করলে হবে না। কারোর কানকথা বিশ্বাস করে প্রকৃত নেতার রাজনীতি চলতে পারে না। কর্মীদের অবিশ্বাস বা সন্দেহের বেড়াজালে ফেললে চলবে না। ত্যাগীদের দূরে ঠেলে দিয়ে হাইব্রিডদের কাছে নিয়ে সর্বজনীন হওয়া যায় না। বরং ক্ষোভ জন্মায়, দূরে সরে যায় ত্যাগী, পরিশ্রমীরা।
রাজনীতি কখনোই অর্থ আয়ের হাতিয়ার মনে করলে অজনপ্রিয় হতে সময় লাগে না। প্রকৃত রাজনীতি করতে চাইলে মানুষকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে শিখতে হবে, স্নেহ করতে হবে কর্মীদের। ভালোবাসা দিতে হবে, থাকবে শাসনও। তৃণমূলে এক নেতার পেছনে আরেক নেতা লেলিয়ে দেয়ার নোংরা রাজনীতি পরিতাজ্য। রাজনীতিতে রাখতে হবে প্রতিযোগিতা, সেটি হবে সুস্থ্য এবং মার্জিত চর্চা।
রাজনীতি করতে গেলে পরিবারতন্ত্র করলে হবে না। পরিবারের বাইরে ত্যাগীদের অবমূল্যায়ন অভিশপ্ত হয় সেই রাজনীতি। হ্যান্ডম, গ্যাংস্টার, মাস্তানি, নোংরামী, কটুক্তি মার্কা রাজনীতি এ যুগে অচল। রাজনীতি হতে হবে পরিশীলিত। কোথায় রাজনীতিতে পরিসমাপ্তি করতে হবে সেই উপলব্ধি থাকতে হবে।
পরিবারতন্ত্র থেকে বেরিয়ে নেতা নির্বাচনে রাখতে হবে সুনির্দিষ্ট মানদন্ড। দৃষ্টি থাকবে, (১). ত্যাগী এবং দলের প্রতি ডেডিকেশন (২). শিক্ষা এবং দীক্ষা (৩) পারিবারিক ঐতিহ্য (৪) আর্থিক স্বচ্ছলতা এবং (৫) নৈতিকতা ও মানবিক গুনাবলী। এই গুলি থাকলে ভুল হবে না রাজনীতি।
আধুনিক প্রযুক্তির যুগে গীবত চর্চা, ভিন্নমতের প্রতি অসম্মান, শিক্ষিত সমাজকে অবজ্ঞা, ত্যাগী এবং রাজপথের সক্রিয় কর্মীকে বাদ দিয়ে অগ্রসর আত্মঘাতির শামিল। পরিহার করতে হবে অহংকার, বিনয়ী হতে হবে। অস্বচ্ছল, দুস্থ্য কর্মীদের পাশে থাকতে হবে। ড্রয়িং রুমে গীবত চর্চার ভয়ানক সাইকো থেকে বেরুতে হবে। প্রশ্রয় দেয়া যাবে না কোন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং হত্যাকারীকে। প্রতিদ্বন্দ্বীকে অসম্মান, লাঞ্ছিত করার পরিকল্পনাকারী পতিত হবে চিরতরে।
জনকল্যানমুখী রাজনীতি ছাড়া কেউ টিকতে পারবে না। অতীতের সুনাম নিমিষেই হয়ে যাবে দুর্নামে। সময় থাকতে সতর্ক হতে হবে। নিজেকে যেই ভাববেন অপ্রীতিদ্বন্দ্বী, সেই হয়ে যাবেন শেষ। প্রতিদ্বন্দ্বী তৈরি হতে সময় লাগে না।
আগামীর রাজনীতি হবে জনকল্যানের, মানুষের জন্য। নিজের বা পরিবারের ভাগ্য উন্নয়নের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা অতীত ফরমেটে ফিরে যাবেন তারাই হবেন নি:শেষ। রাজনীতি হোক সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। জয় হোক রাজনীতির, জয় হোক বাংলাদেশের।
লেখক: সাঈদুর রহমান, ইত্তেফাক ঢাকা