
নিজস্ব প্রতিবেদক: ভূমি দস্যু ওহাব আলী কর্তৃক হামলা ও তার দোসর হাফিজ কর্তৃক ভূমিহীনদের নামে মিথ্যা সংবাদের প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ভূমিহীনদের ওপর হামলা এবং সম্পদ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
স্থানীয় ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর মধ্যে মো. আলম হোসেন, জাকির হোসেন মীর আশরাফ, ইছাক পাড়, আব্দুল হালিম শহিদুল ইসলাম সহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওয়াব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করে আসছে। তারা বিভিন্ন সময় প্রতিবাদ করায় হামলা মামলার স্বীকার হয়েছেন। বর্তমানে ওয়াবেরর দোসর হয়ে ভুমিহীনদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছে হাফিজুর নামে এক ব্যাক্তি। বর্তমানে স্বাধীন রাষ্ট্র দেশের ভিত্তরে ঘাপটি মেরে থাকার এসব দুস্কৃতিকারীদের জন্য গরীব মানুষ আজ নির্জাতিত। দীর্ঘদিন যাবৎ একটি চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার দরিদ্র মানুষকে নির্যাতন করে আসছে দীর্ঘদিন যাবৎ। অবিলম্বে তাদের সম্পত্তি ফিরিয়ে না দিলে ও হামলার সুষ্ঠু বিচার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা। মানববন্ধন শেষে শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।