শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা শ্যামনগরে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর এম মনিরুজ্জামান মনির। তিনি সাতক্ষীরার চার আসন কে নিয়ে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দলীয় , সামাজিক সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত ভাবে পালন করে যাচ্ছেন। রোববার সকাল ১১ টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স হলরুমে বীরশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি বলেন, সাতক্ষীরা ৪ আসনের বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী, আমি স্থানীয় দলীয় নেতৃবৃন্দ কে সাথে নিয় সকল দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি দল কে সু সংঘটিত করতে কাজ করে যাচ্ছি। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ -সভাপতি জি এম লিয়াকত আলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি এম সোলাইমান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ লিয়াকত আলী বাবু ,সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ- সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান ,সুকেন্দ্র মন্ডল, আব্দুল মজিদ প্রমুখ।
শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি নেতা ড. এম মনিরুজ্জামানের মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট