তালা অফিস: শনিবার সকালে তালা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসা উন্নয়ন পরিষদের মাসিক সভা শাহাপুর সিরাজ উদ্দিন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি মোঃ মহাতাব উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী এমদাদুল ইসলাম বিপ্লব। সভায় উপজেলা পল্লী প্রাণী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গৌতম কুমার চক্রবর্তী, সহ-সভাপতি দেবু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মোড়ল, কোষাধ্যক্ষ পরিমল বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সবুর, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমুখ। বক্তার বলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ সাথে সার্বক্ষণিক পরামর্শের মাধ্যমে প্রাণী চিকিৎসা সেবা প্রদান করা হবে। যাহাতে কোন প্রাণী ভূল চিকিৎসার মাধ্যমে জীবনহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আমরা সততা ও নিষ্ঠার সাথে পেশা কে খামারীদের সেবার নিয়োজিত করবো।
তালায় উপজেলা পল্লী প্রাণী চিকিৎসা উন্নয়ন পরিষদের মাসিক সভা
পূর্ববর্তী পোস্ট