নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার সিভিএ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার পারুলিয়া আহছানিয়া মিশনের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দক্ষতা বৃদ্ধি বিষয়ে দিকনির্দেশনা আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পাল। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপি, সিএসও সাফায়েত হোসেন বাচ্চু, নাজমুল শাহাদাত, হয়রত আলী, বাবুরাম মন্ডল, রিজমা, বিলকিস নাদিরা, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সাইফুল ইসলাম, রেহানা পারভীন, আলামিন হোসেন সহ উপজেলার পাঁচ ইউনিয়নের ৫০ জন সিভিএ সদস্যবৃন্দ। সভায় বিগত চার বছরে সিভিএ সদস্যবৃন্দরা কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে কি কি পদক্ষেপ নিয়েছিল। বর্তমানে কোন কোন কাজগুলো সফলতা পেয়েছে এবং আগামী ৬ মাস সিবিএ সদস্যবৃন্দরা কমিউনিটি ক্লিনিক ও এলাকার উন্নয়নে কি কি কাজ করবে তার একটি পরিকল্পনা করা হয়। পারুলিয়া ইউনিয়নের সিভিএ সদস্য ব্রজেন মন্ডল দুর্ঘটনা জনিত কারণে তার পায়ের অপারেশন করার জন্য যশোরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছে। দুদিন ব্যাপী সিভিএ প্রশিক্ষনে অংশগ্রহণ কারী সদস্যরা তাদের প্রত্যেকের একদিনের সম্মানী বাবদ ৩০০ টাকা করে মোট ১৫ হাজার টাকা ব্রজেন মন্ডলের চিকিৎসার জন্য প্রদান করেন।
দেবহাটায় সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট