নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে ৬টি বন্যপ্রানী (মুখপোড়া হনুমান) জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে সাতক্ষীরা জেলার বৈকারী সীমান্তের সাতানী এলাকা থেকে এসব প্রানীগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৪ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা-৩৩ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক। তিনি জানান, সীমান্তের সাতানী নামকস্থান দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বন্যপ্রানী পাচার করবে এমন সংবাদ পেয়ে বৈকারী এলাকার নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান করছিল। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ৬টি হনুমান খাঁচাসহ সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে খাঁচাসহ ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ৬টি হনুমানের মূল্য ২,৪০,০০০ টাকা। বন্যপ্রানীগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।