শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মৎস্য চাষীদের সতর্কতা ও সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) উপজেলা হলরুমে উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও কমিউনিটি বেইজ্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড এ্যাকোয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল মৎস্য চাষ ব্যবস্থাপনায় আগাম সতর্কতা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জি,এম সেলিম, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম প্রমুখ। এসময় শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় এলাকার মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে মৎস্য চাষীদের সতর্কতা ও সচেতনতা বিষয়ক সভা
পূর্ববর্তী পোস্ট