কামরুল হাসান, কলারোয়া।।
কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের রাজধানী খ্যাত খোরদো বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ মনোরম পরিবেশে প্রায় শতভাগ ভোটারের উপস্থিতিতে সোমবার ওই নির্বাচন সম্পন্ন হয়। জাতীয় নির্বাচনের আদলে ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ বিরাজমান ছিল। এই নির্বাচনে সভাপতির পদে ছাতা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হয়েছেন মুসলিম হোটেল এর সত্বাধিকারী মো. বজলুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশিষ্ঠ সার ব্যবসায়ী গোলাম ফারুক মধু। সাধারণ সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মিম ট্রেডার্স এর সত্বাধিকারী মো. আনারুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ব্যবসায়ী আব্দুস সালাম টেনু। বিনা প্রতিদন্দ্বীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আল আমিন বস্ত্রালয় এন্ড টেইলার্স এর সত্বাধিকারী ইসমাইল হোসেন রয়েল। অবৈধ সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের কবল থেকে ব্যবসায়ীরা নিরাপদে থাকবে বলে নব নির্বাচিত কমিটির প্রতি আশাবাদ ব্যাক্ত করেন বাজারের সাধারণ ব্যবসায়ীগণ।