আশাশুনি সংবাদদাতা : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন মরিচ্চাপ নদীর চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও পাকা সিমানা পিলার দিয়ে জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
তেতুলিয়া গ্রামের মৃত আনোয়ার সরদারের মেজপুত্র যুব স্বেচ্ছাসেবক লীগের বড়দল ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন হোসেন ইতিপূর্বে অবৈধভাবে ১২ শতাংশ জমিতে দ্বিতল ভবন ও খাস জায়গায় পাকা স্থাপনা তৈরি করে জবরদখল করে আছেন। ৫ ই আগস্টেরর পরও থেমে নেই তার ভূমিদস্যুতা কারবার। সোমবার দিবাগত রাতের আঁধারে পাকা স্থাপনা তৈরি করার সময় গোয়ালডাঙ্গা বাজার কমিটির সদস্যরা তাকে নিষেধ করলেও কোন কর্ণপাত না করা হয়নি। এতে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলামকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে এস আই মোমরেজ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠান। খবর পেয়ে কাজ বন্ধ করে জবর দখলকারী আল-আমিনসহ তার লোকজন পালিয়ে যায়। প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করে আলামিন ও শরীফকে ডেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এলাকাবাসীর দাবি, ওয়াপদা কেটে জবরদখল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে গোয়ালডাঙ্গা বাজারের পিছনের চর ভারাটি খাস জমি ভূমিদস্যুদের দখলে চলে যাবে। তাই কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।