এস এম আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর) থেকে: যশোরের মনিরামপুরে অভিশপ্ত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে আগামীকাল ২৭ সে অক্টোবর লংমার্চ ও গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে এ লংমার্চ ও গণসমাবেশ কর্মসূচির নেতৃত্ব দিবেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন।
২৭ অক্টোবর লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের জন্য শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জুলফিকার আলী ভূট্টো প্রমুখ। ২৭ অক্টোবর মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণ সমাবেশ সফলের লক্ষে মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
আগামীকাল মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ
পূর্ববর্তী পোস্ট