অনলাইন ডেস্ক :
সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার (৯ অক্টোবর) রাতে কলারোয়াার কয়লা ঘোষপাড়া পূজামণ্ডপ ও কাশিয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।
তালা ও কলারোয়া উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, তালার ১৯৬ ও কলারোয়ার ৩৯ পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজার মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন।
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিএম আফজাল হোসেন পলাশ, কেএম আনিছুর রহমান, পূজামণ্ডপ কমিটির স্বপন কুমার দাস, পঙ্কজ কুমার ঘোষ প্রমুখ।