মেহেদী হাসান, খুলনা থেকে:
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করাসহ চার দফা দাবিতে খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলার নন-এমপিও শিক্ষক পরিষদের সভাপতি নাজমুন নাহার ও সাধারণ সম্পাদক আলী রেজা তোয়াবের সই করা স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া হয়।
শিক্ষকরা স্মারকলিপিতে জানান, পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে, তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি। আপনার (শিক্ষা উপদেষ্টা) গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে। আপনার এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযাত্রী হতে প্রস্তুত।
শিক্ষকরা জানান, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে এক হওয়ার পরও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন-ভাতা বঞ্চিত, চরমভাবে বৈষম্যের শিকার। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী অবসরে গিয়েছেন। কেউ কেউ বেতনবিহীন অবস্থায় রোগে-শোকে মারা গিয়েছেন।
তারা আরও জানান, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। সরকার প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। দুঃখের বিষয়, বিগত সরকার নির্বাহী আদেশে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপ‚র্বক এমপিওভুক্ত করে। প্রতিবছর বাজেটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তি বন্ধ রাখা হয়, যা অত্যন্ত বেদনাদায়ক।