ডুমুরিয়া প্রতিবেদক: ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রহমান এর খুটির জোর কোথায় ? কথায় বলে ছাগল নাচে খুঁটির জোরে। খুঁটির জোর না থাকলে কেউ সাধারণত নিয়মবহির্ভ‚ত কাজ করার সাহস পায় না। পেছনে শক্তিমান কেউ থাকলে বেপরোয়া মনোভাব দেখানো সহজ হয়।
স‚ত্রে প্রকাশ, ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুর রহমান সরদার এর বাড়ি চুকনগর বাজারের নিকটবর্তী গঞ্জের বাজার এলাকায়। আর এই গঞ্জের বাজার এলাকায় দীর্ঘদিন যাবত চলছে জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যান্ত এ জুয়া খেলার আসর জমজমাট থাকে। থানার তালিকাভ‚ক্ত জুয়াড়িরা এ আসরের অতিথি।
প্রতি রাতে ৫শত টাকার চুক্তিতে এই জুয়ার আসরের অতিথিদের পাহারার দায়িত্বে থাকেন গ্রাম পুলিশ আব্দুর রহমান সরদার। সে শুধু জুয়াড়িদের পাহারা দেয়না,সে স্বল্প সময়ের জন্য চড়া হারে সুদে জুয়াড়িদের নিকট টাকা সরবরাহ করে থাকে। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন তখন শুধু নিয়মের ব্যত্যয়ই ঘটে না। একটি আইনানুগ সুশৃঙ্খল বাহিনীর ভাবম‚র্তির জন্যও তা বিরাট সংকট হয়ে দেখা দেয়।
বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী হলো “গ্রাম পুলিশ”। এরা গ্রামাঞ্চলে সুরক্ষা এবং বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে অথচ গ্রাম পুলিশ আব্দুর রহমানের বেলায় সেটা উল্টো। সে সহযোগিতা করে থাকে মাদকসেবি ও জুয়াড়িদের।