বিশেষ প্রতিবেদক :
কালীগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী হইতে খানজিয়া বাজার পর্যন্ত জনগুরুত্বপ‚র্ণ সড়কটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, উপরোক্ত সড়কটিতে বড় বড় গর্ত এবং খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে সোনাটিকারী, মাঘুরালী, চৌবাড়ীয়া, দুরদুড়িয়া, ব্রজপাটুলিয়া, সেহারা, খানজিয়া, নাংলা,ন্ব্যাপাড়া সহ হাজার হাজার গ্রামবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি মরনফাদে পরিনত হওয়ায় পথচারী সহ তাদের চলাচলে সীমাহীন দ‚র্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘদিন পতিত থাকায় স্কুল, কলেজগামী ছাত্র ছাত্রীদের চরম বিপদে পড়তে হচ্ছে। প্রয়োজনের তাগিদে বাহিরে গমনকারী নারী পুরুষের অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। বিকল্প কোন সড়ক না থাকার কারনে দীর্ঘদিন যাবৎ সীমাহীন ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হচ্ছে। অনতিবিলম্ব উক্ত সড়কটি সংস্কার করে জনদ‚র্ভোগ লাঘব করবেন, এমন প্রত্যাশা ভুক্তভোগী সহ সচেতন এলাকাবাসীর।