আশাশুনি সংবাদদাতা:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বাহাদুরপুর জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন।
সম্মেলনে অন্যদের মধ্যে ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ আলী, সেক্রেটারী ফয়সাল হোসেন, সহ সভাপতি মেহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কর্মীদের উদ্বুদ্ধ মূলক আলোচনা করা হয়।