
আশাশুনি প্রতিনিধি:আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দায়িত্বরত কেন্দ্র সচিবদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলি, আঃ রকিব, ইদ্রিস আলি, আবু সেলিম, গৌরঙ্গ গাইন, কেন্দ্র সচিব অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, দাউদ হোসেন, আশরাফুন নাহার নার্গিস, মাওঃ আবু হাসান, মাওঃ আবু তাহেরসহ উপজেলার ১৪টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিববৃন্দ উপস্থিত ছিলেন।