নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়েছেন শিক্ষকেরা। বইয়ে মুদ্রণজনিত ত্রুটির কারণে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। তবে বিশ^স্ত স‚ত্রের দাবি, কিছু কিছু ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের পেছনের মলাটে একটি দেবীদ‚র্গার ছবি জুড়ে দেওয়ার কারণে সৃষ্ট প্রতিক্রিয়ার ভয়ে বইগুলো ফেরত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,জেলার ৭ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৯৪টি। আর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৯ টি। সাতক্ষীরা শহরের টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী শিহাবউদ্দীন বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জন। ০১ জানুয়ারি আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেই। সেদিনই শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে ফোনে জানান, মুদ্রণজনিত ত্রুটির কারণে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিতে হবে। সে মোতাবেক আমরা মঙ্গলবার সর্বোচ্চ চেষ্টা করে বইগুলো ফেরত নেই। এছাড়া সদর উপজেলার অন্যান্য বিদ্যালয়ের বইগুলোও আমাদের এখানে জমা দেয়। পরে বইগুলো শিক্ষা অফিসে ফেরত দিয়ে আসি।’’ নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কয়েকটি বইয়ের পেছনের মলাটে দেবীদূর্গার ছবি আঁকানো ছিল। তবে সব বইয়ে প্রতিমা ছিলনা বলে দাবি করে ওই সূত্র।
কথা বলতে বারবার ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠালেও তাতে সাড়া দেননি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জানান,‘‘মুদ্রণজনিতে ত্রুটির কারণে বইগুলো ফেরত নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তবে সব বইয়ের ত্রুটি ছিলনা। কিছু কিছু বইয়ে ত্রুটি ধরা পড়ায় আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। ’’ কি সেই ত্রুটি,এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘‘ মুদ্রণজনিত ত্রুটি, এর বাইরে আমি কিছু জানিনা। ’’এদিকে, দেবহাটা উপজেলা শিক্ষক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু বইয়ে এমন ত্রুটি ধরা পড়েছে। শতকরা হারে এটি ৫ থেকে ১০ ভাগ হবে। “ত্রুটি কি,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেছনের মলাটে বড় করে দেবী দ‚র্গার ছবি আঁকানো ছিল।’’ তবে তালা উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, ‘তালা উপজেলায় বিতরণকৃত কোন বইয়ে মুদ্রণজনিতত্রুটি ধরা পড়েনি।’
সদর উপজেলার ১৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বই প্রত্যাহার
পূর্ববর্তী পোস্ট