নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ৩ আসনে তৃণমূল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল হোসেনের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা সদর, টাউন শ্রীপুর ইউনিয়নের টাউন শ্রীপুর বাজার, চর শ্রীপুর, ভাতশালা, পাচপোতা মোড়, পারুলিয়া ইউনিয়নের ধোপাডাঙ্গা মোড় ও পারুলিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাচনী ওয়ার্কিং কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শ্রীউলা ইউনিয়নের মো. মহিজুল ইসলাম, টাউন শ্রীপুর ইউনিয়ন সমন্বয়কারী জ্যাক ডেনভার, আরিফ বিল্লাহ, পারুলিয়া ইউনিয়নের সমন্বয়কারী বিকাশ চন্দ্র মিত্র, সাইদুল ইসলাম প্রমুখ। গণসংযোগকালে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সোনালী আশ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেবহাটায় এমপি প্রার্থী রুবেল হোসেনের গণসংযোগ
পূর্ববর্তী পোস্ট