স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুল হক। বুধবার (২৭ ডিসেম্বর) ঘোষিত তফশিল অনুযায়ী বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন কল্পে মনোনয়নপত্র বাছাই করা হয়। অদ্য ২৪/১২/২০২৩ তারিখে নির্বাচনের দিন দাতা সদস্য মোঃ আশরাফ হোসেন, সাধারন অভিভাবক সদস্য মোঃ আনছারুল আম্বিয়া, গোলাম বারী, গোলাম মোস্তফা, শাহিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ শাহানাজ পারভীন, সাধারন শিক্ষক প্রতিনিধি মোঃ ওমর ফারুক, মোঃ রুবেল আহমেদ এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জ্যোতি রানী সরকার বিনা প্রতিদ্বন্দিতায় ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। ২৭ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল হামিদ মহাদয়ের সভাপতিত্বে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের উপস্থিতিতে ১জন দাতা সদস্য, ৪জন সাধারন অভিভাবক সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ২জন সাধারন শিক্ষক প্রতিনিধি ও ১জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধির সর্ব সম্মতিক্রমে ১০তম বার কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হককে বিনা প্রতিদ্বন্দিতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেন।
বহেরা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান আছাদুল হক
পূর্ববর্তী পোস্ট