স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে বাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। উভয় গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচরে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি ভাটা মাঠ সংলগ্ন মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাস্তায় গাড়ির জানজটের সৃষ্টি হলে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে, তৎক্ষনিক দেবহাটা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জগামী এসডি পরিবহন ঢাকা মেট্রা-ব ১৩-২০০৮ বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী জামিলা বাস ঝিনাইদাহ-জ ০৪-০০০১ নম্বরের বাসটি পুষ্পকাটি ভাটা বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরাগামী মাটি বহনকারী ট্রলিকে ওভারটেক করতে যেয়ে বাস-পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় এসডি পরিবহনের হেলপারের বুকে আঘাত লাগে ও দেবহাটা উপজেলায় কামটা গ্রামের মৃত হেরমত আলী বিশ্বাসের পুত্র হাসান (৫০) সহ কয়েকজনকে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এসডি পরিবহন চালক মাগুরা জেলার পারনন্দুয়ালী গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাহ হোসেন (৪৫) জানান, আমি আমার সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করে বাসটি আমার সামনে এসে মেরে দেয়, তাহাতে আমার গাড়ির সামনের অংশ ভেঙে যায় তবে যাত্রীদের গুরুত্বর কোন ক্ষয় ক্ষতি হয়নি। বাসের ড্রাইভার শরিফুল ইসলাম দূর্ঘটনার পরপরই পালিয়ে চলে যায়।
কুলিয়ায় বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ
পূর্ববর্তী পোস্ট