
আব্রাহাম লিংকন, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে ৷ ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন ৷ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান সহ ২০ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ নেতাকর্মীরা ৷
জনসভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের এলাকার সন্তান৷ আমার বাড়ি শ্যামনগরে৷ আমি নির্বাচিত হলে অন্যদের ন্যায়ে অতিথি পাখির মত আপনাদের ছেড়ে কোথাও যেতে পারবো না৷ গত ৪ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি আপনারা আমাকে দেখেছেন৷ সব সময় আমি আমার পরিবার রেখে আপনাদের জন্য পাশে থেকেছি৷ আমি যে পরিমান সুষ্ঠু ও নিরেপক্ষ বিচার করেছি গত এক দশকে শ্যামনগরে কোন নেতা করেছে বলে আপনারা ভালো জানেন৷ বিভিন্ন প্রকল্প ও সরকারি অর্থ সঠিকভাবে বিতরণ করেছি৷ উপজেলার সকল ধর্মীয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি নিজে সরকারি অর্থ সঠিকভাবে বন্টন করেছি ৷ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন৷ দেশে উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার৷ তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের একটি আধুনিক শ্যামনগর উপহার দেবো৷অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম আব্দুস সাত্তার৷