আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাহিত্যিক মনজুর লুৎফর রহমান এর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু। স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জিএম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অভিভাবক শ্বশ্মান কুমার সরকার, অভিভাবক শীখারাণী সরদার, আব্দুর রশিদ, হামিদুর রহমান, আরাফাত হোসেন, প্রাক্তন ছাত্র ও শ্রীধরকাটি স্বপ্নছোয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম সাহেব, সাধারণ সম্পাদক তামিম আল আরাফাত প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এসএম আফসার উদ্দিন, শেখ আশেখ ইকবাল পাপ্পী, শেখ নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও তথ্য সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষসহ শিক্ষকমন্ডলী অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর লুৎফর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলে বার্ষিক ফল প্রকাশ
পূর্ববর্তী পোস্ট