আব্দুর রহমান: তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সিনিয়র শিক্ষক হরেন্দ্রনাথ, শামসুল হক, মঙ্গল কুমার, রঘুনাথ সরকার, মোর্ত্তজা আলম, অনিমেষ কুমার বাছাড়, আছিয়া খাতুন, নাহিদ সুলতানা, সোনিয়া খাতুন প্রমুখ। স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা মাহমুদ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।