কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি কলেজের আসন্ন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় সরকারি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে নিজে নিবন্ধন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উদযাপন কমিটির আহবায়ক এসএম আনোয়ারুজ্জামান। সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর সিদ্দিক, প্রফেসর আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, বাংলাদেশ যুব মৈত্রী সভাপতি তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, উদ্বোধন কমিটির আহ্বায়ক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সাংবাদিক দীপক শেঠ, কপাই সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, জিএম ফৌজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হোসেন কামরুল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, তৌফিক, মোশতাক আহমেদ, বাবু, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ। উল্লেখ্য, আগামী বছরের ১৩ এপ্রিলে অনুষ্ঠেয় বৃহৎ কলেবরের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের নিবন্ধনের জন্য জনপ্রতি পনের শ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে অনলাইন নিবন্ধন উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট