আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার রতনপুর গড়ুইমহলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গড়ুইমড়ল শেখ পাড়ায় গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গড়ুইমড়ল যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন এলাকার ৪টি দল অংশগ্রহণ করে। উক্ত হাডুডু খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল হোসেন খোকন। তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষে মানুষে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা উচিত। হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না আর। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হাডুডুসহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহবান জানান এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর যুবলীগের আহবায়ক রাজু আহমেদ, ধলবাড়িয়া যুবলীগের সভাপতি মেহেদী হাসান,রতনপুর ইউপি সদস্য সইবুল্লাহ, সাইফুল ইসলাম,সাবেক ফুটবলার মোঃ মারুফ হোসেন, বিশিষ্ট সমাজসেব মোহাম্মদ রফিকুল ইসলাম, কুশুলিয়া যুবলীগের সভাপতি মোর্তজা আহমেদ, ধলবাড়িয়া যুবলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ডাবলু,ধলবাড়িয়া যুবলীগের সহ-সভাপতি মৃণাল বাবু, সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মনির হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তাপস কুমার প্রমুখ। খেলাটি সার্বিক সহযোগিতা করেন রতনপুর ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত: শেখ গোলাম ইছা মাস্টার এর গর্বিত সন্তান গড়ুই মহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর এ,কে কল্যান সংস্থা’র পরিচালক,আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা প্রবাসী শেখ আলমগীর হোসেন ও শরীফুদ্দিন শরীফ। খেলা পরিচালনা করেন আক্তারুল ইসলাম ও শেখ আব্দুর গফুর, ধারাভাষ্যকার সাইদুজ্জামান। হাডুডু খেলায় জয় লাভ করেন নৈহাটি একতা যুব সংঘ।