নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরা ২ আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মশিউর রহমান বাবু। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাতক্ষীরা ২ আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেতে দলীয় নেতৃবৃন্দ, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ সকলের নিকট দোয়া চেয়েছেন মো. মশিউর রহমান বাবু।
সাতক্ষীরা ২ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন কিনলেন মো. মশিউর রহমান বাবু
পূর্ববর্তী পোস্ট