সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে নারী গ্রুপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় আলোর পথে নারী উন্নয়ন সংস্থার গ্রুপে সৌজন্যে স্বাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ, উত্তরণ সংস্থার উই ক্যান প্রজেক্টের মনিরুজ্জমান জমাদ্দার, উর্মিসহ অন্যান্য কর্মকর্তা, সৃজনী মহিলা লোককেন্দ্রের সভানেত্রী জ্যোৎস্না দত্ত, জয় সরদার, আলোর পথে নারী উন্নয়ন সংস্থার অন্যান্যে সদস্যরা। অতিথিগণ নারী দলের বর্তমান কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজ, সামাজিক কাজকর্ম ও স্বাস্থ্য-সেনিটেশন সহ প্রজন্নস্বাস্থ্য ও কিশোরীদের স্ব্যাস্থ্য এবং কর্মসংস্থান এবং বর্ষা মৌসুমিতে এখানকার জলাবদ্ধতা বিষয়ে খোঁজখবর নেন।
ধুলিহরে নারী গ্রুপ পরিদর্শন ও স্বাস্থ্য সেনিটেশন বিষয়ে মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট