মেহেদী হাসান, খুলনা: খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, ‘শেখ রাজিয়া নাসের ছিলেন একজন সাহসী ও মহিয়সী ও রত্মগর্ভা নারী”। ’৭৫ পরর্বতী আ’লীগের দু:সময়ে খুলনায় আ.লীগের সংগঠনকে সু-সংগঠিত করতে তিনি নীরবে ভূমিকা পালন করে গেছেন। দলের ক্রান্তিকালে শেরে বাংলা রোডের বাড়িতে বসে তিনি নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করতেন বিভিন্ন পরামর্শ দিতেন। নেতা-কর্মীদের আর্থিকভাবে সহযোগীতা করতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। ভালো মন্দ সুখে দু:খে তিনি সব সময় আমাদের খোজ খবর নিতেন। তিনি আর কোনদিন আমাদেও মাঝে ফিরে আসবেন না। কিন্তু তার এসব অবদান আমাদেও কাছে আজীবন শ্রদ্ধাভরে স্মৃতি হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে আজীবন মায়ের আসনে বেচে থাকবেন। শেখ রাজিয়া নাসের সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী নারী ছিলেন বলেই তার পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছিলো।’ বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বেগম রাজিয়া নাসের এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এম এ রিয়াজ কচির পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবুর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এড. রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ সালাম, মো. রফিকুর রহমান রিপন, মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু প্রমুখ। স্মরণ সভা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. জিন্নাহ।
পূর্ববর্তী পোস্ট