স্টাফ রিপোর্টার: দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় নাশকতার চেষ্টাকালে আশিকুজ্জামান (২৮) নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জামায়াত অধ্যুষিত এলাকা নাংলা ঘোনাপাড়া গ্রামের জমাত আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আশিকুজ্জামান সক্রিয় শিবিরকর্মী এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর উপজেলার বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বিএনপি ও জামায়াত-শিবিরের। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা জড়ো বহেরা বাজারে আকর্ষিক ঝটিকা মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী উষ্কানিমুলোক বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি সিএনজি ও মোটরসাইকেল ভাংচুর এবং গণপরিবহনে আগুন দেয়ার চেষ্টা করে। সেসময় তিনিসহ সেখানে উপস্থিত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে শিবিরকর্মী আশিকুজ্জামানকে আটক করেন এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শিবিরকর্মী আশিকুজ্জামানের বিরুদ্ধে দেবহাটা থানায় নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দেবহাটায় নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক
পূর্ববর্তী পোস্ট