
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির (সেজো) ভাই মীর মঈনুল ইসলাম মইনু’র নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ যোহর মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে জানাযায় অংশ নেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আ. লীগের সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাফী আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান। উল্লেখ্য যে, শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের সময় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানাযা নামাজ শেষে শহরের কামালনগর সরকারি কবরস্থানে সমাহিত করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ মাও. শাহাদাত হোসেন।