নিজস্ব প্রতিবেদক: বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই ভাই। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা সদরের দহকূলা এলাকায় সাতক্ষীরা -আশাশুনি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দহকূলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ্জেম হোসেন (২২) ও খুলনার বয়রা থানার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন (২২)। তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই। নিহতের আত্মীয় শেখ রিপন হোসেন জানান, মোয়াজ্জেম ও মাহিম দুই ভাই শুক্রবার সকালে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনি অভিমুখে যাচ্ছিলো। সকাল ১১ টার দিকে তারা দহাকুলা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত
পূর্ববর্তী পোস্ট