
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হাবাসপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া মন্দির মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ফুটবল একাদশ বনাম সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। উর্ত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে হাবাসপুর ফুটবল একাদশ ৬-৫ গোলে নওয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারি ছিলেন, মিলন হোসেন। সহকারি রেফারি ছিলেন, প্রকাশ চন্দ্র বাছাড় ও নিতাই চন্দ্র সরকার। ধারাভাষ্যে ছিলেন, স্বাস্থ্য সহকারি আবু মুছা ও সঞ্জয়। নওয়াপাড়া মন্দির কমিটির আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন, আলহাজ্ব হাবিবুর রহমান গাজী, ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজ সেবক ভবেন্দ্র নাথ সরকার প্রমূখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।