প্রেস বিজ্ঞপ্তি: কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে ইউপি সদস্য নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের নির্দেশনায় আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান, সমাজকর্মী ইয়াসমিন নাহার প্রমুখ। অনুষ্ঠানে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতামূলক বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
কলারোয়ায় তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক
পূর্ববর্তী পোস্ট