
সাতনদী ডেস্ক: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু হলো ‘বন্দর স্টীল দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ-২০২৩’। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ’র উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও চেয়ারম্যান, দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ হায়াতুল ইসলাম খান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, কাবাডি টুর্নামেন্টগুলোর মধ্যে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ হচ্ছে প্রাথমিক লিগ। এই আয়োজনের মাধ্যমে যে খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসে, তারাই পরবর্তীতে লিগ ওয়ান এবং জাতীয় দলে খেলেন। তিনি আরো বলেন, আমরা কাবাডি খেলোয়াড়দের পেশাগত মূল্যায়ন শুরু করেছি। ইতোমধ্যে আমরা নারীদের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ শুরু করেছি। ডিএমপি কমিশনার কাবাডি লিগের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাবাডি খেলোয়াড় তুলে নিয়ে আসেন। এই খেলোয়াড়রা যেন কর্পোরেট কাবাডি লিগে অংশগ্রহণ করতে পারে। তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরো ভালো খেলোয়াড় উঠে আসবেন। ২৫ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই লিগ। এতে ৪টি গ্রুপে মোট ১৫টি দল খেলবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বনাম মা ও মনি কাবাডি একাডেমীর মধ্যকার খেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই টুর্নামেন্ট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, বিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম; ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনসহ ডিএমপির কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।