নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় স্ত্রী রানু খাতুনকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে স্বামী মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে শ্যামনগরের ধুমঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বিকেলে কলারোয়া থানায় মেয়েকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন মা বেলফুল বেগম। গ্রেপ্তার মজিবর রহমান কলারোয়া উপজেলার গোদখালি গ্রামের ইমান আলী গাজীর ছেলে। সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান জানান, মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাবেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, পারিবারিক কলহের জেরে বুধবার সকালে কলারোযা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্ত্রী রানু খাতুনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্বামী মুজিবর রহমান। এর পর থেকে তিনি পালিয়ে ছিলেন।
স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট