নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলায় শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা কালেক্টর পার্ক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন শেষে বর্ণিল সাজে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মিলিত হয়। এসময় কেন্দ্রীয় ভাবে আয়োজিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার অবলোকন করেন। একই স্থানে আলোচনা সভা, সেমিনার ও পুরস্কার বিতরন এবং সংস্কৃতিক অনুষ্ঠান হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা কালেক্টর পার্ক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
জেলায় বর্ণিল আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট