লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন সমাবেশ, পথসভা, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ভিজিডির চাউল বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ডাঃ আ,ফ,ম, রুহুল হক এমপি। মঙ্গলবার (১৭ অক্টোবর) সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। এছাড়া সখিপুর ইউনিয়নের ভিজিডির চাউল বিতরনের উদ্বোধন ও এক গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ডাঃ রুহুল হক এমপি বলেন, শেখ হাসিনার সরকার দেশের প্রতিটা এলাকার উন্নয়নের সাথে সাথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করেন। তিনি তার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়নের চিত্র তুলে ধরার সাথে সাথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বর্ননা প্রদান করেন। তিনি বলেন, উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে আওয়ামীলীগ সরকার, উন্নয়ন মানে বাংলাদেশ, উন্নয়ন মানে নৌকা। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রামকে শহরে পরিনত করবেন আর সে লক্ষ্যেই সকল এলাকার উন্নয়ন করা হচ্ছে। সেজন্য তিনি আবারো নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, ইউপি সদস্যদের মধ্যে নির্মল কুমার মন্ডল, আবুল কালাম, নূর মোহাম্মদ, মোখলেসুর রহমান, নাজিম উদ্দিন সরদার, সাজু পারভিন, রেহানা পারভিন, জুলেখা খাতুন প্রমুখ।
উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে আওয়ামীলীগ: রুহুল হক এমপি
পূর্ববর্তী পোস্ট