বিশেষ প্রতিবেদক, তালা: তালায় সমাজসেবা অধিদফতর কতৃক উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ৭ জন রোগী/ মৃত রোগীর আত্নীয়দের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবার) দুপুরে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী। এসময় তালা উপজেলা সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজসেবা অধিদফতর কতৃক প্রদানকৃত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ও মৃতবরণকারী আত্নীয় ৭ জনের মাঝে ৫০ হাজার করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
তালায় রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ
পূর্ববর্তী পোস্ট