বিশেষ প্রতিবেদক, তালা: আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের ০৬ নং (উত্তর শার্শা) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ধানদিয়া উত্তর শারসা মসজিদ চত্বরে ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. আবুকক্কর মোল্যার সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি ও তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম -সাধারন সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক মুহা. আবুবক্কর গাজী, সাধারন সম্পাদক মো. মানিক হোসেন মোড়ল, জাতীয় যুবসংহতির ইউনিয়ন সভাপতি মো. সিদ্দিক মোড়ল, ওয়ার্ড জাতীয় যুবসংহতির নেতা মো. ইদ্রিস আলী শেখ, ওয়ার্ড জাপার সাংগঠনিক সম্পাদক মো. এজাহার আলী সরদার, জাপানেতা জালাল শেখ, মো. মাহমুদুল সরদার, জাপানেতা মো. মমিন উদ্দীন শেখ, নুর আলী সানা, জাসদ নেতা ইয়াকুব দর্জি, জাতীয় ছাত্র সমাজের ধানদিয়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি মো. আহসান হাবিব, ওয়ার্ড সভাপতি মো. ওবায়দুল্ল্যাহ খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুশাসন উন্নয়ন অধিকার প্রতিষ্ঠা করতে পল্লীবন্ধু উপজেলা পদ্ধতি চালু করেন। পল্লীবন্ধুর সেই জনকল্যান মুখী উপজেলা পরিষদের সুশাসন বাস্তবায়নে জনকল্যান মুলক শাসন ব্যাবস্থায় ফিরে পেতে সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।
ধানদিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পথ সভা
পূর্ববর্তী পোস্ট